ঝিনাইদহে আ. লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

ঝিনাইদহইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের তালতলা হরিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই গ্রামের ফিরোজ শাহী, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, হারুন অর রশীদ, রূপালী খাতুন ও গুলিবিদ্ধ মফিজুল ইসলামসহ ১২ জন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী জোয়ার্দ্দার ও সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান ফয়েজ উল্লাহ ফয়েজের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি করে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এআর/