মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ২০০ মানুষ মারা গিয়েছেন, তা জনগণ ভুলে যায়নি। তাই কারও সম্পর্কে মিথ্যা বক্তব্য দেওয়ার আগে আয়নায় নিজের চেহারা দেখা উচিত।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, খালেদা জিয়া যদি জাতীয় ঐক্যের ডাক দেন, তার আগে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি জাতির জনকের হত্যাকরীদের রাজনৈতিকভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। রাজনৈতিক আশ্রয় দিয়ে বিচার বন্ধের ব্যবস্থা করেছেন, তাদের পুরস্কৃত করেছেন। আর এ জন্য তার মধ্যে অনুতাপ আছে কি না, তাও জাতির জানার প্রয়োজন আছে।
আরও পড়তে পারেন: নববর্ষ উদযাপন: নিরাপত্তায় যত বাড়াবাড়ি
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, খালেদা জিয়া তথাকথিত ৯০ দিনে অবরোধের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। এ ব্যাপারে তার মধ্যে অনুশোচনা বোধ, নিহত পরিবারদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন কিনা, এগুলো করার পরে উনি জাতীয় ঐক্যের কথা ভাবতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, প্যানেল মেয়ার মতিউর রহমানম জনুসহ দলীয় নেতা কর্মীরা।
/এআর/এমএনএইচ/