উদ্ধার হওয়া ভারতীয় বন্য হাতি ‘বঙ্গ বাহাদুর’ অসুস্থ হয়ে পড়েছে। এছাড়া উদ্ধার হওয়ার পর ৫ দিনেও হাতিটিকে নিরাপদ স্থানে সরাতে না পারায় বিপাকে পড়েছেন বন বিভাগের কর্মকর্তারা। সোমবার দুপুর পর্যন্তও হাতিটির বিষয়ে নতুন কোনও সিদ্ধান্তে আসতে পারেননি তারা। বিরূপ পরিবেশের কারণে হাতিটিকে নিরাপদ স্থানে সরানো যাচ্ছে না বলেই জানাচ্ছেন বন কর্মকর্তারা।
হাতিটি যেখানে রয়েছে তার এক কিলোমিটারের মধ্যে কোনও রাস্তা নেই জানিয়ে তপন কুমার আরও জানান, হাতিটিকে স্থানান্তর করতে হলে প্রথমেই ট্রাক চলার মতো বড় রাস্তায় নিতে হবে। হাতিটি বশে না আসায় সেটা সম্ভব হচ্ছে না। সাফারি পার্ক থেকে দুটি পোষা হাতি আসার কথা থাকলেও সেগুলো এখনও এসে পৌঁছায়নি।
প্রসঙ্গত, প্রথম দফা বন্যার শুরুতে ২৭ জুন বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় বন্য হাতিটিকে গত বৃহস্পতিবার চেতনানাশক দিয়ে উদ্ধার করে বনবিভাগের উদ্ধারকারী দল। উদ্ধারের পর দুই দফা দড়ি ও শিকল ছিঁড়ে ছুটে যায় হাতিটি। সবশেষ গতকাল রবিবার ফের চেতনানাশক দিয়ে হাতির চার পায়ে শেকল ও ডান্ডাবেড়ি পড়ানো হয়। হাতিটি এখন সরিষাবাড়ি উপজেলার কয়ড়া গ্রামের কর্দমাক্ত খোলা মাঠে রয়েছে।
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- সিলেটে সুইডেন প্রবাসীর অপহৃত স্ত্রী উদ্ধার, প্রেমিকসহ আটক ৩
/এমও/