শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

শেরপুরধানক্ষেত পাহারা দেওয়ার সময় বন্যহাতির আক্রমণে জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতীতে ললেন কুবি (৫৫) নামে এক গারো কৃষক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী গ্রামে এ ঘটনা ঘটে।

বনবিভাগের তাওয়াকুচা বিট অফিসার মো. আশরাফুল আলম  জানান, শুক্রবার রাতে ৩০/৩৫টি বন্যহাতির একটি দল পাহাড় থেকে নেমে এসে ছোট গজনীর কৃষকদের ধানক্ষেতে হানা দেয়। এ সময় এলাকার কৃষকরা বন্যহাতির দলকে তাড়াতে গেলে হাতির আক্রমণে পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ললেন কুবি মারা যান। শনিবার ভোরের দিকে বন্যহাতির দল ফের পাহাড়ে চলে যায়।

শনিবার সকালে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্তকর্তা মো. সেলিম রেজা, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা নিহত ললেন কুবির বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর শুক্রবার ভোর রাতে জেলার শ্রবরদী উপজেলার সিংঙ্গাবরুনা ইউনিয়নের জুলগাঁও পাহাড়ি গ্রামের দুদু মিয়া (৫০) নামে এক কৃষক বুনো হাতির পায়ে পৃষ্ট হয়ে মারা যান।

আরও পড়ুন:
‘টাম্পাকোর দুর্ঘটনা গ্যাস থেকে নয়’

/বিটি/