শেরপুরে বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

শেরপুরজেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়ার পানবর গ্রামে বন্য হাতির আক্রমণে টিবিরন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত টিবিরন বেগম ওই গ্রামের হযরত আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, রাত দশটার দিকে সীমান্তের পশ্চিম বাকাকুড়া এলাকায় একদল বন্য হাতি হামলা চালায়। এসময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে হাতির পালকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে হাতির দল পানবর গ্রামের পাহাড়ি টিলার উপর হযরত আলীর বাড়িতে তাণ্ডব চালালে তার স্ত্রী টিবিরন বেগম মারা যায়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা হাতির হামলায় এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে ধানক্ষেত পাহারা দেওয়ার সময় বন্যহাতির আক্রমণে জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী গ্রামের কৃষক ললেন মারাক (৫৫) ও ২ সেপ্টেম্বর ভোররাতে জেলার শ্রবরদী উপজেলার সিংঙ্গাবরুনা ইউনিয়নের জুলগাঁও পাহাড়ি গ্রামের কৃষক দুদু মিয়া (৫০) বুনো হাতির হামলায় মারা যান।

/এমও/