সীমান্তে যেমন হাতির উপদ্রপ, রাজনীতিতে তেমন জঙ্গি: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ‘তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,‘সীমান্তে যেমন হাতির উপদ্রপে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হচ্ছে, তেমনি রাজনীতিতে জঙ্গিরা প্রবেশ করে নিরীহ মানুষের জানমালের ক্ষতি করছে। বন্যহাতি আর মানুষ যেমন একসঙ্গে বসবাস করতে পারে না, তেমনি জঙ্গি ও আমরা একসঙ্গে থাকতে পারি না।’

জঙ্গিদের মদদদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, ‘যারা জঙ্গির সঙ্গী, তাদেরকে নির্মূল করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াই হচ্ছে বর্তমান মহাজোট সরকারের প্রধান কাজ।’

বুধবার বিকালে শেরপুরের ঝিনাইগাতীর ধানহাটি মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এ,কে,এম ফজলুল হক। সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাসদ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এ,কে,এম ছামেদুল হকসহ জাসদ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন।

পথসভা শেষে তথ্যমন্ত্রী গজনী অবকাশ কেন্দ্রে রুয়েট-এর ৬৭ তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

/বিটি/