ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিময়মনসিংহের তারাকান্দায় গাছতলা বাজারের সামনে একটি মালবোঝাই ট্রাক ও যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত  হয়েছেন কমপক্ষে সাতজন।

গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন টেম্পু চালক অজ্ঞাত পুরুষ (৩২) এবং টেম্পুর যাত্রী জেলার গৌরীপুর এলাকার মণ্ডল মিয়ার স্ত্রী মদিনা বেগম (৩৫) ও তারাকান্দা এলাকার ফখর উদ্দিন (৪২)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে তারাকান্দার কাশিগঞ্জ বাজার থেকে টেম্পুটি ময়মনসিংহ যাওয়ার পথে গাছতলা বাজারের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন:
বিজয় দিবসে হাতিরঝিলে নামছে ওয়াটার ট্যাক্সি