মুক্তিযোদ্ধা হত্যা মামলায় জাপার সাবেক এমপিসহ ১৭ জনের বিরুদ্ধে পরোয়ানা

ময়মনসিংহময়মনসিংহের ত্রিশালে মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ হত্যা মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার বিকালে ময়মনসিংহের ৩ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজ আল  আসাদ এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ত্রিশালের কানিহারি আহাম্মদাবাদ কলেজ মাঠে ১৯৭৪ সালের ২৭ নভেম্বর আসামিরা মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদকে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনার ৪২ বছর আব্দুল মাজেদের ছেলে লোকমান হেকিম বাদী হয়ে চলতি বছরের ৮ মার্চ জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুর রহমান মানিকসহ ১৭ জনকে আসামি করে ময়মনসিংহ আদালতে মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন সামছুল হক বাচ্চু, মোখলেছুর রহমান মুকুল, আদিল সরকার, মাওলানা মোফাজ্জল হোসেন, সাইদুর রহমান রতন, হাছেন আলী খাঁ, নাজিমুদ্দিন মেম্বার, মুকুল মাস্টার, আব্দুল করিম মাস্টার, তৌহিদুর রহমান কোহিনুর, বাদশা ব্যাপারী, দুদু ব্যাপারী, মজিবর রহমান, সামছুল হক ফকির, সুরুজ আলী ও খাদেম আলী। 

/বিটি/