ময়মনসিংহের অপহৃত কলেজছাত্রী উদ্ধার, মূলহোতা গ্রেফতার

ময়মনসিংহঅবশেষে ৭ দিনের মাথায় ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত অপহরণ চক্রের মূলহোতা সারোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশের একটি বিশেষ দল জেলার ভালুকা উপজেলায় অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে। এসময় অপহরণ চক্রের মূলহোতা সারোয়ারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি হেফাজতে সারোয়ারকে জিজ্ঞাসাবাদ চলছে।
স্কুলছাত্রীকে উদ্ধার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে পুলিশ সুপার কার্যালয়ে সোমবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এদিকে স্কুলছাত্রীকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় শিক্ষক মাসুদ পারভেজ। তিনি অপহরণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

প্রসঙ্গত, ২৯ জানুয়ারি রবিবার সকালে কলেজে যাওয়ার পথে ময়মনসিংহ ফুলবাড়িয়া সড়কের কসাইবাড়ি মোড়ে স্থানীয় আব্দুল কাদিরের বখাটে ছেলে সারোয়ার হোসেন ও তার সহয়োগী ৫/৬ জন বন্ধুর সহযোগিতায় মাইক্রোবাসে করে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ওই স্কুলছাত্রীর বড় ভাই সাজ্জাদুর রহমান সাগর বাদী হয়ে মামলা করেন।

/এআর/