ময়মনসিংহে বাস খাদে, আহত ২৫

mymensingh accident-3ময়মনসিংহ সদর উপজেলার চরঘাগড়া গ্রামে মাইনুদ্দিন ফকির পীরের মাজারে বার্ষিক ওরস শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে শিশু ও নারীসহ ২৫ জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুরখাই উইনারপাড় কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করেছে। ফায়ার সার্ভিসের দল এসে বাসটি উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ছিল চরঘাগড়া গ্রামের মাইনুদ্দিন ফকির পীরের মাজারে বার্ষিক ওরস শরীফ। ওই ওরসে বিভিন্ন এলাকার ভক্তরা যোগ দেয়। ওরস শেষে আজ দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি এলাকার ৫০/৬০ জন ভক্ত বাসে করে বাড়ি ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাস রাস্তার পাশে খাদে উল্টে যায়। এ ঘটনার পর বাসচালক ও কর্মচারীরা পালিয়ে গেছে।

ত্রিশাল ফায়ার সার্ভিস কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এই ঘটনায় এখনও কেউ মারা যায়নি বলে জানান তিনি।

/এআর/