ময়মনসিংহে আটক জঙ্গি আল আমিন আমাদের কেউ না: জেলা ছাত্রলীগ

ময়মনসিংহে জঙ্গি সন্দেহে আটক আল আমিনময়মনসিংহ শহরের কালিবাড়ি থেকে জঙ্গি সন্দেহে আটক ৭ জনের মধ্যে আল আমিন ছাত্রলীগের কেউ না বলে দাবি করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে একটি রেস্টুরেন্টে জেলা ছাত্রলীগের নেতারা সংবাদ সম্মেলনে এ দাবি করেন। এ সময় তারা বলেন,‘আল আমিন ছাত্রলীগের নেতাও না,কর্মীও না।’
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল হাসান রকিব। এ সময় ধোবাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল বারেক, সেক্রেটারি মেহেদি হাসান রনি, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখার সভাপতি আতিকুর রহমান তুষার, আনন্দ মোহন কলেজ শাখার আহ্বায়ক মাহমুদুল হাসানসহ জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা ছাত্রলীগেল সভাপতি রকিবুল হাসান রকিব সাংবাদিকদের বলেন,‘আল আমিন নামে কোনও জঙ্গির সঙ্গে জেলার কিংবা ধোবাউড়া উপজেলা ছাত্রলীগের সম্পর্ক নেই। সে ছাত্রলীগের কোনও কর্মী বা নেতা না।’
তিনি আরও বলেন,‘একটি মহল ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করতেই এমন অপপ্রচার চালাচ্ছে। অবিলম্বে জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের একটি ডাটাবেজ করা হবে।’
উল্লেখ্য, সোমবার (৩ এপ্রিল) ময়মনসিংহ নগরীর বড় কালিবাড়ি এলাকার অ্যাডভোকেট আসিফ আনোয়ার মুরাদের বাসায় অভিযান চালিয়ে জিহাদি বই ও ইলেকট্রোনিক সামগ্রীসহ ৭ জঙ্গিকে আটক করে পুলিশ।
এর মধ্যে দিঘিরপাড় গ্রামের ইকবাল হোসেনের ছেলে আল আমিন ধোবাউড়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা বলে জানান বাঘবেড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন। সে গত এক বছর ধরে বাঘবেড় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
/এআর/