খালিয়াজুরী উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

Netrakona pic-_1২২

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণাসহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন খালিয়াজুরীর সচেতন ছাত্র সমাজ ও সর্বস্তরের জনসাধারণ। বুধবার সকালে শহরের জেলা পরিষদ মার্কেটের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ধনু নদীর উৎস থেকে মেঘনার মোহনা পর্যন্ত বেরিবাধেঁর স্থায়ী সমাধান, বেরিবাঁধ নির্মাণকারী ঠিকাদারদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও বিনা সুদে কৃষি ঋণ দেওয়া, আগামী মৌশুমে কৃষকদের বিনামূল্যে উন্নতমানের বীজ বিতরণ, ইউরিয়া সারের উপর ভর্তুকি বৃদ্ধি ও খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখাসহ বিভিন্ন দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান, শামছুজ্জামান তালুকদার শোয়েব সিদ্দিকী, চাকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রমুখ।

/জেবি/

আরও পড়তে পারেন: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনদস্যু শাহিন গ্রেফতার