বন্যার স্রোত দেখতে গিয়ে সেলফি তোলার চেষ্টা, দুই স্কুলছাত্রসহ নিখোঁজ ৩

জামালপুরে বন্যা (ছবি: ফোকাস বাংলা)জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ভেসে গিয়ে দুই স্কুল ছাত্রসহ তিনজন নিখোঁজ রয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে  মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে এই ঘটনা ঘটে। পানির স্রোত দেখতে গিয়ে সেলফি তোলার সময় দুই স্কুলছাত্র ভেসে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে এক পথচারীও নিখোঁজ হন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, চার স্কুলশিক্ষার্থী ভালুকা গ্রামে বন্যার পানি দেখতে যায়। এসময় সেলফি তুলতে গিয়ে মেলান্দহ উমির উদ্দিন হাই স্কুলের ছাত্র সজিব ও  জিল্লুর রহমান পানির প্রবল তোড়ে ভেসে যায়। তাদের বাঁচাতে পথচারী লাল মিয়া পানিতে ঝাপিয়ে পড়েন। তিনিও পানির স্রোতে ভেসে যান। বুধবার বিকাল ৪টা পর্যন্ত নিখোঁজ তিনজনের কাউকেই উদ্ধার করা যায়নি।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা নদীতে তাদের সন্ধানের চেষ্টা চালাচ্ছেন। তবে তাদের কোনও খোঁজ মেলেনি।

/এফএস/ 

আরও পড়ুন- বন্যায় কিছুটা খাদ্য সংকট দেখা দিয়েছে: অর্থমন্ত্রী