শেরপুরে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে আটক ২

jal-certificateশেরপুরে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। রবিবার (১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শহরের খরমপুর এলাকার খান ডিজিটাল কম্পিউটার্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক দু’জনের মধ্যে জলিল নালিতাবাড়ী উপজেলার সূর্যনগর গ্রামের রইজউদ্দিনের ছেলে। আর আনোয়ার সদর উপজেলার পূর্বকুমড়ি গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, ‘জলিল ও আনোয়ার দীর্ঘদিন ধরে কম্পিউটার ব্যবসার আড়ালে জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।’
অভিযানে জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত তিনটি কম্পিউটার, দুইটি স্ক্যানার, প্রিন্টার, হার্ডডিস্ক, ফটোকপি মেশিন, ক্যামেরা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছয়টি জাল সার্টিফিকেট জব্দ করা হয়।