ট্রান্সফরমার বসাতে গিয়ে শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট, ছবি সংগৃহীতশেরপুরের নকলা উপজেলায় ট্রান্সফরমার বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শ্রমিক জাহেদুল ইসলামের (২৬) মৃত্যু হয়েছে। তার বাড়ি নকলা শহরের কুর্শাবাদাগৈড় এলাকায়।  

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে  উপজেলার লাভা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায়  আহত  হয়েছেন বিদ্যুৎ শ্রমিক রনি মিয়া ও মই সরবরাহকারী লালন মিয়া।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পিডিবি লাইনের ২০০ কেভি ট্রান্সফরমার প্রতিস্থাপন করতে গিয়ে জাহেদুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার লাশ বিদ্যুতের তারে ঝুলে ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহটি উদ্ধার করেন। এ ঘটনায়  রনি ও লালন গুরুতর আহত হন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন আব্দুল হালিম জানান, আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন   করেছেন।