‘আইএস ’ পরিচয়ে স্কুল ছাত্রকে অপহরণের অভিযোগ

নিখোঁজ

জামালপুর থেকে মাহবুবুর রহমান সৈকত (১৩) নামে এক স্কুল ছাত্রকে আইএস সদস্য পরিচয়ে অজ্ঞাত একটি চক্র অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন তার বাবা। শুক্রবার ভোরে জেলার সরিষাবাড়ী উপজেলা থেকে সে নিখোঁজ হয় বলে জানিয়েছেন তার বাবা। শনিবার সকালে তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি  মো. রেজাউল ইসলাম খান।

নিখোঁজ মাহবুবুর রহমান সৈকত উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং স্থানীয় চিলড্রেন’স হোম পাবলিক স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।

অপহৃত শিক্ষর্থীর বাবা আব্দুল মান্নান বলেন, ‘গত শুক্রবার ভোর ৬টার দিকে তার ছেলে মাহবুবুর রহমান সৈকত বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর সে আর বাড়ি ফিরে আসেনি। আইএস পরিচয় দিয়ে অজ্ঞাত চক্র তার ছেলেকে অপহরণ করেছে বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করে বলেন, ২০১৫ সালের ১৭ জুলাই তার মোবাইল ফোনে আইএস সদস্য পরিচয়ে অজ্ঞাত এক ব্যক্তি এসএমএস-এর মাধ্যমে ছেলে সৈকতকে মেরে লাশ উপহার দেওয়ার হুমকি দিয়েছিল। এ ঘটনায় ওই দিনই তিনি সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. রেজাউল ইসলাম খান বলেন, ‘নিখোঁজের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

আরও পড়তে পারেন: যশোরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক