জামালপুরে দুই জেলেকে জরিমানা

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা

জামালপুরে প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরার অভিযোগে দুই জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদী থেকে সাত হাজার মিটার কারেন্ট জালসহ তাদের আটক করা হয়। পরে জব্দ জালটি পুড়িয়ে ফেলা হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাছিনুর রহমান জানান, গত ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করার পরও ওই জেলেরা সকালে যমুনা নদীতে মাছ ধরতে যায়। এসময় পুলিশ জেলে ছাইদুর ও সাত্তারকে আটক করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা দুই জেলেকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুর রহমানও উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন: ফরিদপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে কলেজছাত্রকে হত্যার অভিযোগ