দুই ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহে রেল যোগাযোগ স্বাভাবিক

রেল লাইনঝড়ো হাওয়ায় রেল লাইনের ওপর গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে গাছ সরানোর পর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।

ময়মনসিংহ শহরতলীর বয়ড়া এলাকায় রেললাইনের ওপর ঝড়ের কারণে শনিবার বিকালে তিনটি গাছ পড়ে যায়। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘণ্টা আটকে ছিল।

ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ওসি আব্দুল মান্নান ফরাজি জানান, টানা দুই দিন বৃষ্টির কারণে গাছের গোড়ার মাটি নরম হয়ে যায়। ঝড়ো বাতাসে বিকাল ৫টার পর বয়রা এলাকার রেল লাইনের ওপর তিনটি বড় আকারের গাছ পড়ে যায়। খবর পেয়ে রেলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে এলকাবাসীকে সঙ্গে নিয়ে গাছ সরানোর কাজ শুরু করে। পরে সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।

আরও পড়ুন- সারাদেশে নৌ চলাচল বন্ধ