তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর যোগাযোগ বন্ধ

 

ময়মনসিংহময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্না ফরাজি  এ তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন ময়মনসিংহ হয়ে জামালপুর যাওয়ার পথে বিদ্যাগঞ্জ স্টেশন এলাকায় ইঞ্জিনসহ চারটি বগি নিয়ে লাইনচ্যুত হয়। এতে প্রায় পাঁচ ঘন্টা ধরে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জামালপুর ও ময়মনসিংহ স্টেশনে আটকা পড়েছে তিস্তা, অগ্নিবীনা ও ব্রহ্মপুত্রসহ চারটি ট্রেন।

স্টেশন সুপার জহিরুল হক জানান, ময়মনসিংহ থেকে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে  ইঞ্জিন ও বগি সরানোর কাজসহ লাইন মেরামতের কাজ করছেন। সন্ধ্যা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।