তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার





তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতারময়মনসিংহে তিন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ডিবি পুলিশের পোশাক, তিনটি খেলনা পিস্তল, ওয়াকিটকিসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। তারা হলো সুমন (৪০), আক্কাছ (৪২) ও পলাশ (২৮)।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মিডিয়া সেন্টারে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, শনিবার (১৬ ডিসেম্বর) তাদের গাজীপুর থেকে আটক করা হয়। এ ব্যাপারে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, আটক হওয়া দলটি গত ৩ ডিসেম্বর ত্রিশাল উপজেলা সদরে দুই জন ব্যবসায়ীর কাছ থেকে ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরা ব্যবসায়ীদের আটক করে গ্রেফতারি পরোয়ানার কথা বলে একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে ব্যবসায়ীদের ভালুকা এলাকায় ছেড়ে দেয়। দিন দিন পর এ ঘটনা পুলিশ জানতে পারে। পরে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ভুয়া ডিবি পুলিশ এবং মাইক্রোবাসটিকে শনাক্ত করা হয়। এরপর এদের আটক করা হয়।

পুলিশ সুপার জানান, আরও দুই জন এ ঘটনায় জড়িত। তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।