যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

যুবলীগ নেতা

ময়মনসিংহে যুবলীগের তিন নেতাসহ ৭০/৮০ জনকে আসামি করে নির্মাণকাজে বাধা দেওয়াসহ  ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়েছে। রবিবার রাতে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতির পক্ষে মামলাটি করেন তার নিজস্ব প্রতিনিধি রবিউল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ শহরের তালতলা এলাকায় মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতির নির্মাণাধীন একটি কনভেনশন সেন্টারের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক আকুয়া মোড়লপাড়ার শাহীনুর রহমান, যুবলীগ নেতা খায়রুল আলম ও সোহাগের নেতৃত্বে যুবলীগের ৭০/৮০জন নেতা কর্মী তালতলা গিয়ে শ্রমিকদের হুমকি দিয়ে কনভেনশন সেন্টারের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এসময় নির্মাণাধীন জায়গায় আকুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক খায়রুল আলমের নামে বায়নাসূত্রে এই জমির মালিকানার একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও সোমবার পর্যন্ত ব্যানার সরাতে পারেনি। গত ১৩ জানুয়ারি শনিবার এই ঘটনার পর থেকে নির্মাণকাজ বন্ধ রয়েছে।

নির্মাণকাজ বন্ধ করে যুবলীগের ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত ওসি খন্দকার শাকের আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, এই ঘটনায় রবিবার রাতে ময়মনসিংহ মহানগর যুবলীগ এর আহ্বায়ক শাহীনুর রহমান, যুবলীগ নেতা খায়রুল আলম ও সোহাগসহ অজ্ঞাতনামা ৭০/৮০ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

এ বিষয়ে জানতে মহানগর যুবলীগ এর আহ্বায়ক শাহীনুর রহমানের মোবাইলে ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়তে পারেন: রুয়েটে প্রথম বর্ষের ক্লাস শুরু ২০ জানুয়ারি