ময়মনসিংহে বিএনপির ৩১ নেতাকর্মী আটক

grephtarজিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় জেলা বিএনপির সেক্রেটারিসহ ৩১ জনকে আটক করা হয়।

সকাল থেকেই বিএনপি তালাবদ্ধ কার্যালয় ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শহরের বাউন্ডারি রোড এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় আবু ওয়াহাব আকন্দসহ ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- সাবেক জেলা ছাত্রদল নেতা আলম, বিএনপির সদস্য মনির আহমদ, জেলা যুবদলের সদস্য মনির, আতাহার কামাল, মহানগর যুবদলের সদস্য রাজিব হোসেন, শ্রমিক দলের সদস্য দেবব্রত দাস, স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর ও ছাত্রদলকর্মী আনিসুজ্জামান শুভ।

এর আগে বৃহস্পতিবার রাত থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয় আরও ২১ জন নেতাকর্মীকে। সহিংসতা এবং নাশকতা এড়াতে শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, জনগণের নিরাপত্তা এবং জানমাল রক্ষায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। মিছিল ও পিকেটিং করার চেষ্টা করায় জেলা বিএনপির সেক্রেটারিসহ ১০ জনকে আটক করা হয়েছে।