ঝিনাইগাতীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার, ওসি আহত

গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে মো. মনিরুউজ্জামান ওরফে হান্নান ওরফে মেন্দা (৪০) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আসামির কাছে থাকা ছুরির আঘাতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার জানান, উপজেলার সদর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে মো. মনিরুউজ্জামানের বিরুদ্ধে ২০০৬ সালের ৮ মে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২০১৬ সালে শেরপুরের অতিরিক্ত দায়রা জজ মো.মোসলেহ উদ্দিন তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকেই সে পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার নেতৃত্বে একটি দল মনিরুউজ্জামানকে ধরতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যায়। এসময় তার কাছে থাকা ছুরি দিয়ে ওসির ওপর আক্রমন চালায়। এসময় ওসি বিপ্লব কুমার ডান হাতের কবজির নিচে আঘাত পান। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন: বয়স্ক ও বিধবা ভাতার টাকা আত্মসাতের অভিযোগে আটক ৩