অবশেষে ছাত্রলীগ নেতা শাওন হত্যার ঘটনায় পরিবারের মামলা

নিহত জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আশফাক আল রাফী শাওনময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আশফাক আল রাফি শাওন হত্যাকাণ্ডের ১৩ দিনের মাথায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। শাওনের বাবা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বাদী হয়ে বুধবার (২১ মার্চ) ময়মনসিংহ আদালতে মামলাটি করেন। চার জনের নাম উল্লেখ করে ময়মনসিংহ ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম রাজীবুল হাসানের আদালতে তিনি এ মামলা করেছেন।

আজ বিকালে আদালত মামলার বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। 

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি রাতে বাসায় ফেরার পথে নগরীর গোলপুকুর পাড় এলাকায় সন্ত্রাসীরা শাওনকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পর দিন অস্ত্রোপচার করে তার শরীর থেকে গুলি বের করা হয়। অবস্থার অবনতি হলে শাওনকে রাজধানীর ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ মার্চ সেখানে চিৎসাধীন অবস্থান তিনি মারা যান। ময়নাতদন্ত ছাড়াই ৯ মার্চ শাওনের লাশ দাফন করা হয়। এই ঘটনায় শাওনের পরিবার মামলা না করায় গত ১৫ মার্চ পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ শাওনের লাশ উত্তোলনের আবেদন  করলে আদালত তা মঞ্জুর করেন। আদালতের নির্দেশে ১৯ মার্চ শাওনের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়। পরে আজ বুধবার (২১ মার্চ) পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হলো।