৩ দিন পর নেত্রকোনা শহরের কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ

নেত্রকোনাতিনদিন পর নেত্রকোনা শহরের কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে জেলার বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগ (পিডিবি)। রবিবার (১৩ মে) রাতে ১ থেকে ৪ নম্বর ফিডারে সংযোগের মাধ্যমে শহরের মোক্তারপাড়া, জয়নগর, কালীবাড়ি, ছোটবাজারসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে কর্তৃপক্ষ। তবে এখনও অন্ধকারাচ্ছন্ন রয়েছে পৌর এলাকার সাতপাই, আন্দনবাজারসহ বেশ কয়েকটি প্রধান এলাকা।

নেত্রকোনা পিডিবির নিবার্হী প্রকৌশলী আফজাল হোসেন জানান, সব লাইনে এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি।   আগামী কালের মধ্যে বাকি লাইন মেরামত করে বিদ্যুৎ সরবারাহ করা হবে।

উল্লেখ্য, নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ের কারণে ১৩০টি বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায়  শুক্রবার (১১ এপ্রিল) ভোর থেকে সংযোগ লাইনে বিঘ্ন ঘটায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে জেলা শহরসহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও গ্যাস সংকট। এছাড়া হাসপাতালে রোগীদের দুর্ভোগসহ জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।