বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত,আহত ৩ পুলিশ

শেরপুরশেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আজাদ মিয়া ওরফে কালু ডাকাত (২৮) নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মে) রাত ৩টার  দিকে শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় এক উপ-পরিদর্শক (এসআই) ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের শেরপুর জেলা হাসপাতলে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সদর সার্কেল) আমিনুল ইসলাম একথা জানিয়েছেন।

কালু ডাকাতের বাড়ির শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের মরাকান্দি খাসপাড়া গ্রামে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ২১টি মামলার আসামি।  

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান চালাতে  বৃহস্পতিবার রাত ৩টার দিকে পুলিশের একটি দল সাতপাকিয়া গ্রামে পৌঁছুলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে কালু ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এসময় এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। কালুর লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 আরও পড়ুন:

দেশের বিভিন্ন জায়গায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৯

 মাদকের মামলায় শাস্তি কী?