জামালপুরে জাল দলিল করে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

 

জামালপুরজামালপুর শহরের দাপুনিয়া এলাকায় জাল দলিল করে মোক্তার হোসেন (৩০) নামে এক দরিদ্র শ্রমিককে বাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগটি হায়দার আলী ও তার ভাড়া করা সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ব্যাপারে মুক্তার হোসেন নিরাপত্তা চেয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছিমুল ইসলাম ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ  বিষয়ে তদন্ত করা  হচ্ছে। তদন্ত শেষ হলে বুঝতে পারব।’

মুক্তার হোসেন লিখিতভাবে সাংবাদিকদের জানান, শহরের বাইপাস মোড়ে মোটর গ্যারেজে শ্রমিকের কাজ করেন তিনি। পৌর এলাকার দাপুনিয়া গ্রামের পৈত্রিক সূত্রে পাওয়া সিএস, আরওআর ও বিআরএস রেকর্ডভুক্ত ১৬ শতাংশ জমিতে তার বাবা মোহাম্মদ আলী ৬০ বছর যাবৎ তাদের পরিবার নিয়ে বসবাস করে আসছেন। এই জমির ওপর দৃষ্টি পড়ে হায়দার আলীর। তিনি জাল দলিল তৈরি করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফারুক ও মিণালসহ একদল সন্ত্রাসী নিয়ে তাদের বাড়িতে চড়াও হয়। বাড়ি ছেড়ে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। সন্ত্রাসীদের ভয়ে রাস্তাঘাটে চলাফেরাসহ দৈনন্দিন কাজকর্মও করতে পারছেনা আতংকিত পরিবারটির সদস্যরা। প্রাণভয়ে পরিবার পরিজন নিয়ে পালিয়ে আছেন তারা। পরিবারের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানান মোক্তার হোসেনের পরিবার।

অভিযুক্ত হায়দার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি শাহজাহান নামে এক ব্যক্তির কাছে জমিটি ক্রয় করেছিলেন। হুমকির বিষয়টি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।’