শেরপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ১

শেরপুরশেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রবিউল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছে। আহতরা হলেন নয়ানী শ্রীবরদী গ্রামের বাসিন্দা ইয়াস উদ্দিনের ছেলে আইয়ুব আলী (৫০), দেলোয়ার হোসেনের ছেলে দিনা (১০) ও পোড়াগর গ্রামের বাসিন্দা ফোয়াজ উদ্দিনের ছেলে ট্রলি চালক আশারু (২৫)। 

বৃহস্পতিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার নিলক্ষিয়া রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ওই গ্রামের মিষ্টার আলীর ছেলে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে রবিউল, আইয়ুব আলী ও দিনা মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিল। এসময় নিলক্ষিয়া রোডে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যায়। এসময় মোটরসাইকেলের আরোহী আইয়ুব আলী ও দিনা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রবিউলকে মৃত ঘোষণা করেন এবং আইয়ুব আলী ও দিনাকে শেরপুর জেলা হাসপাতালে রেফার্ড করেন। অন্যদিকে ট্রলির চালক আশারু আহত হলে ট্রলির হেলপার তাকে উদ্ধার করে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. মির্জা মাশরোর বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই রবিউল মারা যায়।’

বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিন জন আহত হয়েছে।’