জামালপুর ও নোয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

জামালপুর ও নোয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

জামালপুর ও নোয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে যাত্রী সংখ্যা অনেক কম বলে জানা যায়। জামালপুর ও নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর   

জামালপুর: জামালপুর-ময়মনসিংহ-ঢাকা এবং জামালপুর-টাংগাইল-ঢাকা উভয় রুটে সোমবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে উভয় রাস্তায় যাত্রী সংখ্যা খুবই কম।

তবে সোমবার দুপুর দুইটা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা কোনও বাস জামালপুর এসে পৌঁছেনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা এর সঠিক কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি।

জামালপুর জেলা বাস,মিনিবাস শ্রমিক ইউনিয়ন (৮২২)এর সভাপতি  মো.মহাবুব আলম বাবলা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নোয়াখালী:নোয়াখালী থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সকাল থেকে কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি তেমন না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়তে শুরু করেছে।
বিভিন্ন সড়কে যাত্রীবাহী বাসসহ অন্যান্য পরিবহনের সংখ্যা বাড়ছে। সড়ক ও বাস টার্মিনালগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।