‘একটা সময় আসবে, বাড়ির ছাদেও মানুষ পাটচাষে আগ্রহী হবে’

বক্তব্য রাখছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম একটা সময় আসবে, যখন ঘরে ঘরে এমনকি বাড়ির ছাদেও মানুষ পাটচাষে আগ্রহী হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। পাটের হারানো গৌরব ফেরাতে ৩৭৩ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বে পাটের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমরা পাট উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছি। গবেষণার মাধ্যমে উন্নত প্রযুক্তির পাটবীজ উৎপাদনে আমরা কাজ করছি।’

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় জামালপুরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উন্নত পযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে পাট অধিদফতর মতবিনিময় সভাটির আয়োজন করে।

প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ‘পাট এখন আবার সোনালী ফসলে রুপ নিয়েছে। পাটের যে হারানো গৌরব তা আবার ফিরে এসেছে। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে পাট শিল্পকে ধ্বংস করা হয়েছিল। একটা সময় কৃষক পাটের মূল্য না পেয়ে আত্মাহুতি  দিয়েছে। কিন্তু, সে সময় এখন আর নেই। বর্তমান সরকার ক্ষমতায় এসে আবারও পাটের সুদিন ফিরিয়ে এনে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। পাটের তৈরি ২৫০ প্রকারের বহুমুখী পণ্যের ব্যবহারও বেড়েছে।’

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাট অধিদফতরের মহাপরিচালক শামছুল আলম। বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম হীরা, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী ও সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।