জামালপুরে বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, দুজন কারাগারে

জামালপুর২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিন বিশৃঙ্খলা করার চেষ্টার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। যাদের বৃহস্পতিবার (১১ অক্টোবর) কারাগারে পাঠানো হয়। এর আগে জেলা সদর থানার এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি নাছিমুল ইসলাম জানান, বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিন জামালপুর শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এ ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিপ্লব ও শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় রায় নিয়ে যাতে প্রতিবাদ করতে না পারি তাই পুলিশ উৎসাহী হয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা দিয়েছে। মামলা, হামলা, হয়রানি করে বিরোধী মতকে দমানো যাবে না ।’ তিনি মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।