শেরপুরে সাতটি বক অবমুক্ত

 

উদ্ধার বকশেরপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং কাজীবাড়ি এলাকায় তিন জন শিকারীর কাছ থেকে ৭টি বক উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ নভেম্বর) বিকালে শেরপুরের প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক মো.মুগনিউর রহমান মনিসহ কয়েকজন পরিবেশকর্মী এসব বক উদ্ধার করেন। পরে তাদের আকাশে অবমুক্ত করা হয়।

মুগনিউর রহমান মনি বলেন, ‘পরিবেশকর্মী সাদ্দাম ও হোসেইন আহাম্মদ মোল্লা মামুন খবর দেন কয়েকজন শিকারী বাজারে বিক্রির উদ্দেশ্যে বক নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে আমি গিয়ে বকগুলো উদ্ধার করে আকাশে অবমুক্ত করি। এ সময় কবি তালাত মাহমুদ, শেরপুর বার্ড ক্লাবের সদস্য আবু হানিফ ও মো. মুহ্তাদিউর রহমান সিয়ামসহ অন্যরা উপস্থিত ছিলেন।’

মুগনিউর রহমান মনি জানান, শীতের শুরু থেকেই একশ্রেণির অসাধু পাখি শিকারীর দল বক, ঘুঘুসহ বিভিন্ন পাখি নির্বিচারে শিকার করে যাচ্ছে। এটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। শুধু তাই নয়, এরা পাখি শিকার করে নির্দয়ভাবে পাখির ডানা ভেঙ্গে মারাত্মকভাবে আহত করছে। ফলে এসব পাখি উদ্ধার করলেও সেবা-শুশ্রুষা ও পরিচর্যা ছাড়া আকাশে অবমুক্ত করা সম্ভব হচ্ছে না। পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। তাই আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সবাইকে পাখি রক্ষায় এগিয়ে আসতে হবে।