৫ম বারের মতো মনোনয়ন পেলেন আতিউর রহমান আতিক

হুইপ আতিউর রহমান আতিক (ছবি– প্রতিনিধি)

নানা জল্পনা-কল্পনার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ থেকে টানা পঞ্চম বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।

রবিবার (২৫ নভেম্বর) সারাদেশে আওয়ামী লীগের ২৩০ আসনের নৌকা প্রতীকের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে নির্বাচনি এলাকা ১৪৩ শেরপুর-১ আসনে মনোনয়ন পাওয়ার চিঠি পেয়েছেন আতিউর রহমান আতিক।

গত ২০ নভেম্বর জেলা নির্বাচন অফিস থেকে আতিউর রহমান আতিকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা। এ আসনে মনোনয়ন পাওয়ার জন্য আওয়ামী লীগের ১৭ জন নেতা-নেত্রী  দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন।

আতিউর রহমান আতিকের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৯ সালে কলেজ সংসদের ভিপি নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে। এরপর তিনি ১৯৮৮ সালে একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির রওশন এরশাদের চেয়ে ৫১ হাজার ৭৭৮ ভোট, ৮ম জাতীয় সংসদ নির্বাচনে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের চেয়ে ৮৬ হাজার ১০১ ভোট, নবম জাতীয় সংসদ নির্বাচনে একই প্রার্থীর চেয়ে একলাখ ৩৬ হাজার ১২৭ ভোট এবং সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদ প্রার্থী মনিরুল ইসলাম লিটনের চেয়ে দুই লাখ ৭ হাজার ৩৭৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বচিত হন আতিউর রহমান আতিক। এই চার বারের মধ্যে ১৯৯৬, ২০০৪ এবং ২০১৪ সালে তিন বার তিনি সরকারি দলের এমপি এবং সর্বশেষ বিগত নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হন।