জামালপুরে আমন চাল সংগ্রহ শুরু

জামালপুরে আমন চাল সংগ্রহ শুরুজামালপুর সদর উপজেলায় সরকারিভাবে আমন (সেদ্ধ) চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার (১৭ ডিসেম্বর) জেলা সদরের সিংহজানী খাদ্যগুদামে আমন চাল সংগ্রহের উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

অনুষ্ঠানে জেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুর রহমান খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারাপদ চক্রবর্তী, সিংহজানী খাদ্য গুদামের সংরক্ষণ ও পরিচালন কর্মকর্তা জিনাত সামছুন্নাহার সুলতানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ১৪৫ মেট্রিক টন চাল সরবরাহ করেন চালকল মালিক মো. মোখলেছুর রহমান জিন্নাহ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান বলেন, ‘ আমাদের ৮ হাজার ৫শ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। চালের দর নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা। এ লক্ষ্যে এরইমধ্যে ৩০ জন চালকল মালিকের সঙ্গে চুক্তি করা হয়েছে। চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।’