জামালপুরে ওষুধ ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড





কারাদণ্ডজামালপুর পৌরসভার বানিয়া বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে ওষুধ বিক্রি ও নবায়নবিহীন ফার্মেসি পরিচালনার দায়ে এক ওষুধ ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ ডিসেম্বর) অভিযানে ওই ব্যক্তিকে আটকের পর, এই শাস্তি দেওয়া হয় বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায় জেলা প্রশাসন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় শহরের বানিয়া বাজার এলাকার ড্রাগ সুপারে অভিযান চালান। এসময় অবৈধভাবে ওষুধ বিক্রি ও নবায়নবিহীন ফার্মেসি পরিচালনার দায়ে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ (এ) (সি)/২৭ ধারায় ওষুধ ব্যবসায়ী মো. জাহাঙ্গীরকে আটক করেন এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। জাহাঙ্গীর বানিয়া বাজার এলাকার মৃত জিন্নত আলীর ছেলে।