শেরপুর-২ ও ৩ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

ভোট বর্জনকারী শেরপুর-২ ও ৩ আসনে ধানের শীষের দুই প্রার্থী ভোটে অনিয়মের অভিযোগ এনে শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী এবং শেরপুর-৩ আসনের প্রার্থী জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল ভোট বর্জনসহ তাদের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। রবিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শেরপুর ডিসি গেইটের সামনে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। এসময় তারা ভোটে কারচুপি, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও কর্মী সমর্থকদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ আনেন।

ওই সংবাদ সম্মেলনে শেরপুর-১ আসনের প্রার্থী ডা. সানসিলা জেবরীন অভিযোগ করেন, ‘কেন্দ্রে কেন্দ্রে এজেন্ট দিলেও এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। ভোটের কোনও পরিবেশ নেই। যেহেতু কেন্দ্র থেকে কোনও নির্দেশ দেওয়া হয়নি, তাই এখনও তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেননি। তিনি আরও বলেন, তিনি একা হলেও, শেষ পর্যন্ত নির্বাচনি মাঠে থাকবেন।