সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা আছে সরকারের: খালিদ বাবু

বক্তব্য রাখছেন কে এম খালিদ বাবু (ছবি– প্রতিনিধি)

চিরায়ত বাঙালি সংস্কৃতির লালন ও বিকাশে দেশে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।

বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

কে এম খালিদ বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, সবার সহযোগিতায় তা পালন করতে চাই।’

ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলীর সভাপতিত্বে সভায় শিক্ষাবিদ অধ্যাপক রিয়াজুল ইসলাম, অধ্যাপিকা রেবেকা ইয়াসমিনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।