শেরপুরে লাল বালু তোলার ৬টি ড্রেজার মেশিন ধ্বংস

pic---1অবৈধভাবে চেল্লাখালী  নদীর তীর ভেঙে ও পাহাড় কেটে গর্ত খুঁড়ে লাল বালু উত্তোলনের অভিযোগে শেরপুরে শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি ছয়টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মেশিনগুলো ভেঙে পড়ে পুড়িয়ে দেওয়া হয়।
বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মেশিনগুলো ধ্বংস করেন। এসময় নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভুমি) লুবনা শারমিন ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের ভাষ্য, উপজেলার আন্ধারুপাড়া এলাকায় চেল্লাখালী  নদীতে মিনি ড্রেজার মেশিন বসিয়ে কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা নদীর তীর ভেঙে, পাহাড় কেটে ও পুকুরের মতো গর্ত তৈরি করে বালু উত্তোলন করে আসছিল, যা পরিবেশের জন্য বিরাট হুমকি। তাই অবৈধ ৬টি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।pic---3