জামালপুরে দুই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন

বিদ্যুৎমাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারা দেশে ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। তারই কার্যক্রমের অংশ হিসেবে উদ্বোধন করা হয়েছে জামালপুুর জেলার মেলান্দহ ও ইসলামপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের।
গত ৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়োজনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কার্যক্রমের উদ্ভোধন ঘোষণা করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহসহ আরও অনেকে।
এই বিদ্যুতায়নের ফলে মেলান্দহ ও ইসলামপুর উপজেলায় দুই হাজার ২৭০ কিলোমিটার লাইনে ১ লাখ ১০ হাজার ৬৬৯ জন গ্রাহককে বিদ্যুতায়নের আওতায় আনা হয়। আর এতে ব্যয় হয়েছে ২৭ কোটি ২৪ লাখ টাকা।