জামালপুরের কাওসারকে বাঁচাতে ৪ লাখ টাকা দরকার

Untitled-1জামালপুরের মেলান্দহের দ্বিতীয় শ্রেণির ছাত্র কাওসার আহমাদ (১১) বাঁচতে চায়। তার হৃৎপিণ্ডের দুটি ভাল্বই অকেজো। ওপেন হার্ট সার্জারির জন্য তার চার লাখ টাকা প্রয়োজন। কাওসার মেলান্দহ জামেয়া হুছাইনিয়া আরাবিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সে আদিপৈত গ্রামের হাফেজ-মাওলানা আব্দুর রাকিবের ছেলে।
মালঞ্চ মা ও শিশু হাসপাতাল, জামালপুর জেনারেল হাসপাতাল, ঢাকার ইবনে সিনা, সোহরাওয়ার্দী হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে পরীক্ষার-নিরীক্ষার পর জানা যায় কাওসারের হৃৎপিণ্ডের দুইটি ভাল্বই অকেজো। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা ওপেন হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। এতে খরচ হবে প্রায় ৪ লাখ টাকা।
কাওসারের বাবা আব্দুর রাকিবের একমাত্র আয়ের উৎস মসজিদের ইমামতি। তিনি যে চার হাজার টাকা পান তাতে পরিবারের ভরণপোষণ করাটাই কঠিন। দুই বছরে কাওসারের বাবার জমানো দুই লাখ টাকাও খরচ হয়ে গেছে। শিশু কাওসারের চিকিৎসার জন্য এখন চার লাখ টাকা দরকার। তাই কাওসারের বাবা সমাজের সামর্থ্যবানদের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা জনতা ব্যাংক, স্টেশন রোড শাখা, জামালপুর। সঞ্চয়ী হিসাব: ০৭১৫১০২১০৬৯৯০৬, বিকাশ: ০১৭৩০৯৮৪৩১১।