পাচারের সময় ডিমলায় ১২টি ভারতীয় গরু আটক

Cow pic (3)নীলফামারীর ডিমলায় ১২টি ভারতীয় গরু আটক করেছে পুলিশ। গরুগুলো চোরাকারবারিরা অবৈধভাবে ভারত থেকে নদীর চর দিয়ে বাংলাদেশে নিয়ে আসছিল। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এসআই ইলিয়াস আলী, পিএসআই আবুল কালাম আজাদ বাহিনীসহ উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের উত্তর খড়িবাড়ির বার্নিঘাট বিজিবি ক্যাম্প এলাকা থেকে ওই গরুগুলো উদ্ধার করেন।
এসআই ইলিয়াস বলেছেন, গরুগুলো চোরাকারবারিরা অবৈধ পথে ভারত থেকে উপজেলার খগা খড়িবাড়ি ইউনিয়নের কিসামত ছাতনাই চর হয়ে আনছিল। এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১২টি ভারতীয় গরু রেখে পালিয়ে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে এসআই ইলিয়াস আলী বাদী হয়ে ৮ জন নামীয় ও ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি (মামলা-নম্বর ১৪) দায়ের করেন।