গফরগাঁওয়ে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১১





সংঘর্ষের সময় এই মোটরসাইকেলে আগুন দেওয়া হয়ময়মনসিংহের গফরগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয়েছেন। সড়কের কাজ ও বালু মহালের দখল নিয়ে রবিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ পাঁচ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- তাজনুন আহমেদ, লিমন, বিপুল, আলামীন ও হৃদয়।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান বাংলা ট্রিবিউনকে জানান, পৌর যুবলীগের আহ্বায়ক কাউছার আহমেদ ও যুগ্ম আহ্বায়ক তাজনুন আহমেদ গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরে রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার চাদনী সিনেমা হল মোড়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১১ জন আহত হন। সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গফরগাঁও আধুনিক প্রইাভেট হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শিমুল জানান, আহতদের মধ্যে গুলিবিদ্ধ পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদের বালু মহাল ও জামতলা মোড় থেকে স্টেশন পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের টেন্ডার নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে গফরগাঁও বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে।