দলীয় পরিচয়ে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে এক সুধি সমাবেশে বক্তব্য দেন ডা. মুরাদ হাসানদলের পরিচয় দিয়ে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে দিন-রাত কাজ করে যাচ্ছেন। সরকারি বরাদ্ধ যারা নয় ছয় করবে, তাদের আইনের মাধ্যমে কঠিন সাজা দেওয়া হবে। এছাড়া দলের পরিচয় দিয়ে যারা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক অভিষেক ও সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়, এমপি ডা. মুরাদ হাসান, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তারকে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এই বাংলার মানুষকে দাবায়া রাখার শক্তি কারও ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মন্ত্রে দিক্ষিত করেছিলেন সাত কোটি বাঙালিকে। আজও বাংলার মানুষকে কেউ দাবায়া রাখতে পারবে না।’

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা। আরও বক্তব্য রাখেন— সহ-সভাপতি মনির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) কামরুন নাহার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ও যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম প্রমুখ।