কংস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৮ লাখ টাকা জরিমানা

 



অবৈধ পথে বালু উত্তোলন করে জরিমানা গুনছেননেত্রকোনার কংস নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানের মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম এ জরিমানা করে।





এদের মধ্যে সদর উপজেলার মঈনপুর গ্রামের আব্দুল ফাতাকে পাঁচ লাখ, বড়ওয়ারি এলাকার নাজিম উদ্দিন খানকে পাঁচ লাখ, শাহপুর গ্রামের শাহাবুদ্দিনকে তিন লাখ, দিগজান গ্রামের মামুন মিয়াকে দুই লাখ ও হাটকুনাডুলি গ্রামের শামীম আহমেদকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, সদর উপজেলার বড়ওয়ারী এলাকায় কংস নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে, বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দসহ এই জরিমানা করা হয়। বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি পুড়িয়ে ফেলা হয়েছে।
আদালত পরিচালনার সময় নির্বাহী মেজিস্ট্রেটের সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্ম কর্তাসহ পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা।