গভীর রাতে বাল্যবিয়ের আয়োজন, কাজীসহ তিন জনকে জরিমানা

নেত্রকোনানেত্রকোনার কলমাকান্দায় বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবক ও কাজীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন জানান, অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেছি। কাজীসহ উভয় পক্ষকে জরিমানা করা হয়েছে। মেয়ের মাকে ৩০ হাজার, ছেলের দাদাকে ৫০ হাজার ও বিয়ে পড়ানোর উদ্যোগ নেওয়ায় কাজীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কলমাকান্দা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বরুয়াকোনা চিকনটুপ গ্রামের বজলু শেখের মেয়ের সঙ্গে চান্দুয়াইল (কান্দাপাড়া) গ্রামের ইসমাইল হোসেনের ছেলের বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেখানে যান। মেয়েটি ৮ম শ্রেণিতে পড়ছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তিন জনকে জরিমানা করা হয়।

বাল্যবিয়ের আয়োজনের বিষয়ে জানতে রঙছাতি ইউনিয়নের চেয়ারম্যান তাহেরা বেগমের মোবাইলফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।