শেরপুরে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

শেরপুরের নালিতাবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী সীমান্তের মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্টহাউজে এই সম্মেলন হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিছুর রহমান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মেঘালয়ের তুরা সেক্টর কমান্ডার ডিআইজি ভিজে কুমার থাপালিয়াল।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান, অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সীমান্তের বিভিন্ন সমস্যা সুষ্ঠুভাবে সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই অঞ্চলে গত একবছরে কোনও সীমান্ত হত্যা না থাকায় উভয়পক্ষ সন্তুষ্টি প্রকাশ করে এর ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করে।

এসময় ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা বিজিবির অধিনায়কসহ ২৩ জন কর্মকর্তা এবং বিএসএফের ২৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।