অগ্নিকাণ্ডের এক বছর পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু




যমুনা সার কারখানাভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এক বছর বন্ধ থাকার পর ফের উৎপাদন শুরু হয়েছে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায়। বুধবার (১১ ডিসেম্বর) কারখানায় দানাদার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।



যমুনা সার কারখানা সূত্র জানায়, ২০১৮ সালের ২৭ নভেম্বর ভোরে অ্যামোনিয়া প্লান্টে স্টার্স্ট আপ হিটার পাইপে ফাটল দেখা দেয়। এক পর্যায় বিকট শব্দে পাইপটি বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার ব্যাপক ক্ষতি হলে বন্ধ হয়ে যায় সব উৎপাদন ইউনিট।

কয়েক দফা কারখানার নিজস্ব টেকনিশিয়ান দিয়ে মেরামতে চেষ্টা করে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। পরে জাপান থেকে যন্ত্রাংশ এনে কারখানা মেরামতে দীর্ঘ এক বছর লেগে যায়। কারখানার নিজস্ব টেকনিশিয়ানের পাশাপাশি জাপানের পাঁচ জন দক্ষ টেকনিশিয়ান এ মেরামত কাজে অংশ নেন।

কারখানার এমডি জাবেদ আনোয়ার জানান, এক বছর পর উৎপাদন শুরু হয়েছে। কারখানার ওভার হোলিংসহ মেরামত কাজ শেষ করতে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।