হাসপাতাল থেকে শিশু চুরির তিন ঘণ্টা পর উদ্ধার





কিশোরগঞ্জকিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিন মাস বয়সি এক শিশু চুরির ঘটনা ঘটেছে। তিন ঘণ্টা পর পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। রবিবার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে। চুরির অভিযোগে মায়মুনা বেগম (৩০) নামের এক নারীকে আটক করা হয়।


মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী জানান, শিশুটিকে উদ্ধার ও মায়মুনাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মায়মুনা মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের থানাহাটি গ্রামের আজিজুল হক গাজী মিয়ার মেয়ে।
ওসি জানান, ময়না বেগম মিঠামইন উপজেলার নবাবপুর গ্রামের জামাল মিয়ার স্ত্রী। তিনি রবিবার সকালে তিন মাস বয়সি মেয়ে রোকাইয়াকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতালে মায়মুনার কোলে শিশুটিকে রেখে ওষুধ নিতে যান। তখন শিশুটিকে নিয়ে পালিয়ে যান মায়মুনা। খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুপুর দুইটার দিকে ঢাকি ইউনিয়নের নতুন বাজার এলাকার একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে।