৫ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক



৫ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার জহুরুল হক জানান, শম্ভুগঞ্জে রিলিফ ট্রেন পৌঁছার পর রেলকর্মীরা উদ্ধার কাজ শুরু করে। রাত ৯ টায় উদ্ধার কাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকালে জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী লোকাল ট্রেন শম্ভুগঞ্জ স্টেশনের সামনে এলে ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর থেকে ময়মনসিংহ চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।