বকশীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

ওসি হযরত আলীজামালপুরের বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলীকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রত্যাহারের পর ওই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহিমকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে থানা ত্যাগ করেন তিনি। আব্দুর রহিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হযরত আলীকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন। আদেশের পর বৃহস্পতিবার তিনি থানা ছেড়ে পুলিশ লাইনে সংযুক্ত হয়েছেন। আমরা তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার সুযোগটাও পাইনি।’

এ ব্যাপারে ওসি হযরত আলী বলেন, ‘আমি সরকারি চাকরি করি; সরকারের নির্দেশ মানতে বাধ্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মতে, আমি দায়িত্ব হস্তান্তর করে কর্মস্থল ত্যাগ করেছি।’

 তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।